ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল রিকশাচালকের

ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল রিকশাচালকের

প্রতীকী ছবি

রাজধানীর ডেমরার ডগাইর বাজারের পশ্চিম পাশে একটি গ্যারেজে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. এরশাদ (২৭) নামে এক চালকের মৃত্যু হয়েছে। মৃত এরশাদ শেরপুর সদরের ধলাভাঙ্গা গ্রামের ফকির মাহমুদের ছেলে। বর্তমানে ডগাইর বাজার এলাকায় ভাড়া থাকতেন।

মঙ্গলবার (২৮ মে) রাত সোয়া ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মৃতের স্ত্রী হালিমা বেগম জানান, আমার স্বামী ব্যাটারিচালিত অটোরিকশার চালক। আজ রাতের দিকে ডগাইর বাজার এলাকায় মাহবুব মিয়ার রিকশার গ্যারেজে তার রিকশার ব্যাটারিতে চার্জ দিতে যায়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।