আনুষ্ঠানিকভাবে নতুন কোচের নাম জানাল বার্সেলোনা

আনুষ্ঠানিকভাবে নতুন কোচের নাম জানাল বার্সেলোনা

ছবি: সংগৃহীত

ক্লাব কিংবদন্তি জাভি হার্নান্দেজকে দিন পাঁচেক আগেই বরখাস্ত করেছে বার্সেলোনা। এবার দলের নতুন কোচের নাম আনুষ্ঠানিকভাবে জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি। কাতালানদের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন হান্সি ফ্লিক।

বায়ার্ন মিউনিখ ও জার্মানির সাবেক এই কোচকে দুই বছরের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে। ফ্লিক সর্বশেষ জার্মান জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন। গত সেপ্টেম্বরে তাকে চাকরিচ্যুত করা হয়। এরপর থেকেই কাজ ছাড়া ছিলেন তিনি।

গত জানুয়ারিতে জাভি মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই আলোচনায় ছিল ফ্লিকের নাম। অবশেষে তাকেই নিজেদের কোচ হিসেবে ঘোষণা করে বার্সা। 

৫৯ বছর বয়সী ফ্লিকের সেরা সাফল্য ছিল ২০১৯-২০ মৌসুমে স্বদেশি ক্লাব বায়ার্নকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ ছয়টি শিরোপা জেতানো। সেবারই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বার্সাকে ৮-২ গোলে বিধ্বস্ত করেছিল বায়ার্ন।

এবার বার্সেলোনাকে সাফল্যের পথে ফেরানোর কঠিন চ্যালেঞ্জ ফ্লিকের সামনে।