সিলেটের তিন উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

সিলেটের তিন উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

ফাইল ছবি

তৃতীয় ধাপের নির্বাচনে সিলেটের তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন নতুন দুই প্রার্থী। আর একটিতে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান। 

বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন লাউতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গৌছ উদ্দিন। 

বালাগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুরকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া। 

আর ফেঞ্চুগঞ্জ উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলামকে পরাজিত করে বিজয়ী হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বীর।