সিরাজগঞ্জে দুই উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা

সিরাজগঞ্জে দুই উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা

ফাইল ছবি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সিরাজগঞ্জের শাহজাদপুর ও চৌহালী দুই উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে শাহজাদপুর উপজেলায় বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুরের সাংবাদিক শিমুল হত্যার প্রধান আসামি হালিমুল হক মিরু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন এ্যাড. আব্দুল হামিদ লাভলু।

অন্যদিকে চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রিটানিং অফিসার লিটুস লরেন্স চিরান প্রাথমিকভাভাবে শাহজাদপুর ও চৌহালী উপজেলার বিজয়ীদের ফলাফল নিশ্চিত করেছেন।