কুমিল্লায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল পাবে সাড়ে ৯ লাখ শিশু

কুমিল্লায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল পাবে সাড়ে ৯ লাখ শিশু

সংগৃহীত

আগামী ১ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এদিনে কুমিল্লা জেলায় ৯ লাখ ৫৫ হাজার ৬৮১জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। কুমিল্লা জেলায় সর্বমোট ৪ হাজার ৯৩২ টি কেন্দ্রে এই ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে দিনব্যাপী। 

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে বৃহস্পতিবার আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালায় এই তথ্য জানানো হয়। 

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ৬ থেকে ১১ মাস বয়সী ১ লাখ ৮ হাজার ৭৮৪ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮ লাখ ৪৬ হাজার ৮৯৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় দায়িত্ব পালন করবেন ৯হাজার ৮৬৪জন মাঠ কর্মী।

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার জানান, ১ জুন ক্যাম্পেইন চলবে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা। এছাড়া পরের ২ থেকে ৪ তারিখ স্বাস্থ্যকর্মীরা খুঁজে দেখবেন কেউ বাদ পড়লো কিনা। তাহলে বাদ পড়াদেরকেও ক্যাপসুল খাওয়ানো হয়। 

এসময় আরো বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুল আলম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ফিরোজ আল মামুন, সাংবাদিক আবুল হাসানাত বাবুল ও সাইয়িদ মাহমুদ পারভেজ প্রমুখ।