টেকনাফে ৩ কেজি আইস উদ্ধার, আটক ২

টেকনাফে ৩ কেজি আইস উদ্ধার, আটক ২

সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে ৩ কেজি ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় জড়িত দুই মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- মিয়ানমার মংডু থানার মুন্নিপাড়া গ্রামের ইমান হোসেনের ছেলে মো. আলম (১৯) এবং একই এলাকার নুর মোহাম্মদের ছেলে মো. আয়াছ (২১)।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃত আসামিদের জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।