নাসিরনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাসিরনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের বড়ভাঙা এলাকায় বাড়ির পাশের পুকুরে ডুবে মো. রমজান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া রমজান বড়ভাঙ্গা এলাকার কবির মিয়ার ছেলে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা ঘটনার সত্যতা নিশ্চিত রেছেন।

স্থানীয় সূত্র জানায়, শিশু রমজান বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে সে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক্ষণ যাবত তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। পরে পুকুরে তার লাশ ভেসে উঠে। শিশু রমজানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।