ফকিরাপুলে কাগজের বান্ডেলের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

ফকিরাপুলে কাগজের বান্ডেলের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর মতিঝিলের ফকিরাপুলে একটি প্রিন্টিং কারখানায় কাগজের বান্ডেলের নিচে চাপা পড়ে তুষার গায়েন (১৮) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রিন্টিং প্রেস কারখানার মালিক মো. সম্রাট সরকার জানান, আজ কারখানা বন্ধ থাকায় কারখানার ভেতরে ঘুমিয়েছিল তুষার। সুব্রত নামে আরেক কর্মচারী বিকেলে তুষারকে ডাকতে যায়। কোনো সাড়াশব্দ না পেয়ে ফোনে আমাকে জানায়। পরে কারখানা খুলে ভেতরে ঢুকে দেখেন কাগজের বান্ডেলের নিচে চাপা পড়ে আছে তুষার। পরে থানায় খবর দেওয়া হয়। থানা পুলিশের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত তুষারের খালাতো ভাই মো. রাসেল মিয়া জানান, তাদের বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামে। বাবার নাম ইসলাম গায়েন। বর্তমানে ফকিরাপুলের ওই কারখনায় কাজ করতো এবং সেখানেই থাকতো তুষার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ফকিরাপুল থেকে এক প্রেস কর্মচারীকে অচেতন অবস্থায়  হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি মতিঝিল থানা পুলিশ তদন্ত করছে।