নান্দাইলে নির্বাচনী প্রচারণায় গিয়ে কলেজছাত্র খুন

নান্দাইলে নির্বাচনী প্রচারণায় গিয়ে কলেজছাত্র খুন

মুরাদ ভূঁইয়া

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা নির্বাচন ঘিরে প্রচারণা চালাতে গিয়ে মুরাদ ভূঁইয়া (১৭) নামে এক কলেজছাত্র ছুরিকাঘাতে খুন হয়েছেন।

শুক্রবার (৩১ মে) রাত আটটার দিকে নান্দাইল পৌর শহরের নতুন বাজারে চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন রাস্তায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মুরাদ পৌরসভার কাকচর এলাকার তফাজ্জল হোসেনের ছেলে। নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আঃ মজিদ জানান, মুরাদ নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভূঁইয়ার (আনারস প্রতীক) সমর্থক ছিলেন। শুক্রবার সন্ধ্যার পর মুরাদসহ বেশ কয়েকজন কর্মী মিলে এমদাদুল হক ভূঁইয়ার পক্ষে আনারস প্রতীকের লিফলেট বিতরণ করছিলেন। এ সময় বেশ কয়েক জায়গায় বাধার মুখে পড়েন তারা। কিন্তু এরপরও প্রচারণা অব্যাহত রাখেন তারা। লিফলেট বিতরণ করতে করতে পৌর সদরের নতুন বাজার এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের কিছু লোক তাদের আবারও বাধা দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে মুরাদকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন প্রতিপক্ষের একজন।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে সংকটাপন্ন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মুরাদকে মৃত বলে ঘোষণা করেন।