জাতীয় সাঁতার দলে ডাক পেলেন বোচাগঞ্জের আয়ন

জাতীয় সাঁতার দলে ডাক পেলেন বোচাগঞ্জের আয়ন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সাঁতার দলে সুযোগ পেলেন দিনাজপুরের বোচাগঞ্জের সন্তান মিনহাজ শাহরিয়ার আয়ন। গত ২৯ মে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ স্বাক্ষরতি এক চিঠিতে বিভিন্ন আন্তর্জাতিক গেমসে অংশগ্রহন উপলক্ষে বাংলাদেশ জাতীয় সাঁতার দলের সাথে অন্তর্ভুক্তির জন্য মিনহাজ শাহরিয়ার আয়নকে আগামী ২ জুন ২০২৪ তারিখের মধ্যে বিকেএসপি ঢাকায় রিপোর্ট করার জন্য চিঠিতে উল্লেখ করা হয়েছে। 

জাতীয় সাঁতার দলে প্রাথমিকভাবে ৩৫ জন সাঁতারুকে মনোনীত করা হয়েছে। বাংলাদেশ সুইমিং ফেডারেশন কর্তৃক মনোনীত ৬ জন দক্ষ প্রশিক্ষক জাতীয় সাঁতারু দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করবে। 

জাতীয় সাঁতার দলে সুযোগ পাওয়া মিনহাজ শাহরিয়ার আয়ন বিকেএসপি সহ বর্তমানে পাবনা ক্রীড়া সংস্থার অধীনে সাঁতার বিভাগে প্রশিক্ষন গ্রহন করছে। সে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার শ্রিমন্তপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেনের প্রথম পুত্র। জাতীয় সাঁতার দলে সুযোগ পাওয়ায় এলাকার মানুষ আনন্দ প্রকাশ করেছেন।