চাঁদপুরে চলন্ত লঞ্চ থেকে মাঝ নদীতে ঝাঁপ দিলেন নারী

চাঁদপুরে চলন্ত লঞ্চ থেকে মাঝ নদীতে ঝাঁপ দিলেন নারী

সংগৃহীত

চাঁদপুরে চলন্ত লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়ে এক নারী নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৩১ মে) রাত ১১টার দিকে চাঁদপুরের দক্ষিণে মেঘনা নদীর মোহনায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা সদরঘাট থেকে চরফ্যাশনের বেতুয়ার উদ্দেশে ছেড়ে আসে যাত্রীবাহী লঞ্চ এমভি টিপু ১৪ থেকে ওই নারী ঝাঁপ দেয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত দেড়টা পর্যন্ত ওই নারীর কোন সন্ধান পাননি লঞ্চ কর্তৃপক্ষ।

লঞ্চের সুপারভাইজার মনির হোসেন জানান, শুক্রবার রাত ৮টার দিকে ঢাকার সদরঘাট থেকে তারা যাত্রী নিয়ে চরফ্যাসনের বেতুয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত ১১টার দিকে লঞ্চটি চাঁদপুরের মেঘনা নদীতে পৌঁছালে দোতলার বারান্দা থেকে এক নারী যাত্রী নদীতে লাফিয়ে পড়ে। বিষয়টি অপর এক যাত্রী দেখতে পেয়ে তাদের জানালে দেড় ঘণ্টা ধরে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। নদীতে সেসময় প্রচণ্ড স্রোত ছিল।

তিনি আরও বলেন, ওই নারী যাত্রীর সঙ্গে কেউ ছিলেন না। তার নাম-পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ২৫ থেকে ২৬ বছর বয়স হবে।