শহীদ সোহরাওয়ার্দী কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ সোহরাওয়ার্দী কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

সংগৃহীত

পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণে সাবেক 'শিক্ষার্থী ফোরাম' এ আয়োজনে বিভিন্ন শিক্ষাবর্ষের তিন শতাধিক সাবেক শিক্ষার্থী জড়ো হন। স্মৃতিচারণ ও গল্প-আড্ডায় মেতে ওঠেন সবাই।

অনুষ্ঠানে ‘সাবেক শিক্ষার্থী ফোরাম’ এর সভাপতি নির্বাচিত হন শুশান্ত চন্দ্র সুমনকে। সাধারণ সম্পাদক হয়েছেন মহিউদ্দিন চৌধুরী বাবু।

এ সময় উপস্থিত ছিলেন, প্রবীর কুমার, আলমগীর হোসেন নিতু, আবদুল ওয়াদুদ খান শুভ, জয়নাল আবেদীন, তানজির আহমেদ, সঞ্জয় সাহা, শামীম, আলামীন হোসেন, সাইফুল ইসলাম, খায়রুল ইসলাম মিলন, রাশেদুল ইসলাম রাসেল, ইমরান রহমান, শেখ সাদি, ইরফান শাহরিয়ার, মো. ফয়েজ আহমেদ, স্বজল গাজী, পিয়াস, পিংকু, সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, যৌবনের গুরুত্বপূর্ণ সময় এই লাল ইটের ক্যাম্পাসে কাটিয়েছি। এটার আবেগ সারাজীবন ধরে রাখতে চাই। আমরা সবাই এক ছাতার নিচে থাকলে সবার বিপদ-আপদে পাশে দাঁড়ানো সহজ হবে। প্রাক্তন হওয়া মানে সবকিছু শেষ হয়ে যাওয়া নয়- সেটির প্রমাণ দিতে চাই।