খালের পানিতে পড়ে শিশুর মৃত্যু

খালের পানিতে পড়ে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

গাইবান্ধার সাদুল্যাপুরে খালের পানিতে পড়ে আব্দুল্লাহ মিয়া নামে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের তরফবাজিত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই পার্শ্ববর্তী শ্রীকলা এলাকার হাসান রেজার ছেলে। পানিতে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ।

চেয়ারম্যান ও স্থানীয়রা জানায়, সকালে আব্দুল্লাহ খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পার্শ্ববর্তী একটি খালে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করার পর খালের পানিতে তার লাশ ভাসতে দেখা যায়। আব্দুল্লাহর পিতা হাসান রেজা তরবাজিত শেখ দই ঘরে চাকরি করার কারণে শ্রীকলা গ্রামে মাহালমের বাড়িতে ভাড়া থাকতো।