ফটিকছড়িতে ইউপিডিএফের কর্মীকে গুলি করে হত্যা

ফটিকছড়িতে ইউপিডিএফের কর্মীকে গুলি করে হত্যা

প্রতীকী ছবি

চট্টগ্রামে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায় প্রতিপক্ষের গুলিতে রেদাশা মারমা (২৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি উপজেলার কাঞ্চননগরের ছাইল্লাচ্ছর এলাকার নেদাক্কা মারমার ছেলে এবং ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী বলে জানা গেছে। 

শনিবার রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ছাইল্লাচ্ছর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নিহত রেদাশার মা সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে আহত হন।

ফটিকছড়ি থানার ওসি নুরুল হুদা বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ততক্ষণে ওই ব্যক্তির লাশ পুড়িয়ে ফেলা হয়। এলাকাবাসী মরদেহ পুলিশকে না দিয়ে তাদের নিয়ম অনুযায়ী পুড়িয়ে ফেলে। সংগঠন থেকে বের হওয়ায় রেদাশা মারমা নামে ইউপিডিএফ-এর ওই কর্মীকে মেরে ফেলা হয় বলে দাবি করেন তিনি। এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেননি বলে জানান তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে কাঞ্চননগর ইউনিয়নের ছাইল্লাচ্ছরে রেদাশে মারমা নামে এক ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা করে ইউপিডিএফ গণতান্ত্রিকের ইউনিটের সমন্বয়ক রবিন চাকমার নেতৃত্বাধীন একটি সশস্ত্র দল। এ সময় নিহত রেদাশে মারমার মা গুরুতর আহত হন।