কালিয়াকৈরে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ

কালিয়াকৈরে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ

ছবি:সংগৃহীত

সমাজ সেবায় গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই স্লোগানকে সামনে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার সেমিনার কক্ষে সোমবার দুপুরে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ।

এ সময় বক্তব্য রাখেন গাজীপুর জেলা সমাজসেবার উপ পরিচালক এস এম আনোয়ারুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, ফিল্ড সুপারভাইজার নাসির উদ্দিনসহ উপজেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সমাজকর্মী, কারিগরি প্রশিক্ষক ও বিভিন্ন প্রকল্প গ্রামের সভাপতি ও দলনেতাগণ ।