দুমকিতে দুই চেয়ারম্যান প্রার্থীর ৮ কর্মীর সাজা

দুমকিতে দুই চেয়ারম্যান প্রার্থীর ৮ কর্মীর সাজা

ফাইল ছবি

পটুয়াখালীর দুমকিতে নির্বাচনি প্রচারণায় বাধা দেয়া, উত্তেজনা ও গোলযোগ সৃষ্টির দায়ে দুই চেয়ারম্যান প্রার্থীর ৮ কর্মী-সমর্থকের প্রত্যেককে ৭ দিনের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনি দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল হাসান রবিবার রাত সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃত ৮ কর্মী-সমর্থকের প্রত্যেককে ৭ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সাতানী গ্রামের মৃত- আনোয়ার হোসেনের ছেলে মোঃ শহীদুল ইসলাম (২০), বাহেরচর গ্রামের বজলুর রহমান মাঝির ছেলে সোহাগ (২৪), একই গ্রামের ইউসুব সিকদারের ছেলে রাকিব শিকদার (২২), আইয়ুব আলী মোল্লার ছেলে রিয়াজ মোল্লা (২২), দুমকি গ্রামের আবুল কালামের ছেলে সাইদুল হক (২৫), সাতানী গ্রামের হাবিব হাং এর ছেলে ইমরান হাওলাদার (২৫), দুমকি গ্রামের আঃ লতিফ মৃধার ছেলে হাবিবুর রহমান (খোকন) (৪৩), ঝাটরা গ্রামের মান্নান খানের (কন্ট্রাক্টর) ছেলে সায়েম খান (৩৪)। দণ্ডিতদেরকে দুমকি থানা হাজতে রাখা হয়েছে। আজ সোমবার সকালে জেলা কারাগারে প্রেরণ করা হবে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ সফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।