গোপালগঞ্জে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

গোপালগঞ্জ জেলা শহরের ইসলামপাড়ায় সাজিদ হোসেন নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে গোপালগঞ্জ সরকারী বঙ্গবন্ধু কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং কাশিয়ানী উপজেলার সিতারামপুর গ্রামের সফিকুল আসলামের ছেলে।
 
গতকাল সোমবার (৩ জুন) রাত ১১টার দিকে পুলিশ ইসলামপাড়ার বাসা থেকে তার লাশ উদ্ধার করে।বাসায় সে একা থাকতো বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

 

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, লাশ উদ্ধার করে পোষ্ট মর্টেমের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জানাগেছে, তার মা না থাকায় খালার কাছে থেকে বড় হচ্ছিল। খালা চাকরিসূত্রে বাইরে থাকেন। বাবা রেল পুলিশে চাকরীর কারেন। তিনিও বাইরে থাকায় সাজিদ একাই ওই বাড়িতে বসবাস করে লেখাপড়া করতো।

সন্ধ্যায় সে বন্ধুদের ফোন করে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। রাতে ফোন বন্ধ পেয়ে বন্ধুরা তার বাসায় গিয়ে জানালা দিয়ে তাকে ফ্যানের সাথে ঝুলতে দেখে। 
 তদন্ত ও পোষ্ট মর্টেমের পর তার মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন।