নেত্রকোনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

নেত্রকোনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

সংগৃহীত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেত্রকোনায় নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিবসটি উপলক্ষে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়, সামাজিক সংগঠন নিজ নিজ ব্যানারে পরিবেশ রক্ষায় নানা সচেতনতামূলক স্লোগান নিয়ে সম্মিলিত কর্মসূচিতে অংশ নেয়।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রধান সড়কে র‍্যালিতে নেতৃত্ব দেন এডিসি মো. রাফিকুজ্জামান, এএসপি মো. লুৎফর রহমান, প্যানেল মেয়র এস এম মহসীন আলম ও পরিবেশ অধিদপ্তর নেত্রকোনা কার্যালয়ের সহকারী পরিচালক আবু সাইদসহ পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে মগড়া নদীসহ বিভিন্ন জলাশয় দখলমুক্ত করতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান সামাজিক নেতারা।