বগুড়ায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আটক ২১

বগুড়ায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আটক ২১

ফাইল ছবি

বগুড়ার তিন উপজেলায় নির্বাচন চলাকালে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ২১ জনকে আটক করা হয়েছে। বুধবার ভোট চলাকালীন তাদের আটক করা হয়। এদের মধ্যে শেরপুর উপজেলায় ৬ জন, নন্দীগ্রামে ৯জন ও ধুনট উপজেলায় ৬ জন। 

জানা যায়, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা প্রদান ও এজেন্টের কাছে মোবাইল থাকার অভিযোগে ধুনটে ৬ জনকে আটক করা হয়েছে। শেরপুর উপজেলায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে প্রথমে চার জনকে আটক করে থানায় আনা হয়। এরপর এ উপজেলায় আরও দুজনকে আটক করা হয়। এদিকে নন্দীগ্রাম উপজেলায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে তিন কেন্দ্র থেকে ৯ জনকে আটক করা হয়েছে। তবে তারা কোন প্রার্থীর পক্ষে তা জানা যায়নি। 

রিটার্নিং কর্মকর্তা ও জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট পি এম ইমরুল কায়েস জানান, এদিন বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতিও বেড়ে যায়। অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি ছিল। প্রতিটি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন চলাকালে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে তিন উপজেলা থেকে ২১ জনকে আটক করা হয়েছে।