৭৫ বোতল ফেনসিডিলসহএক নারী গ্রেফতার

৭৫ বোতল ফেনসিডিলসহএক নারী গ্রেফতার

ছবিঃ সংগৃহীত।

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে ৭৫ বোতল ফেন্সিডিলসহ মালেকা বেগম (৫৫) নামে জয়পুরহাটের এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-ডিএনসি। আটককৃত মালেকা বেগম হচ্ছেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পুকুরতলী কুপতারা গ্রামের তসলিম মন্ডলের স্ত্রী।

বুধবার বিকেল ৩টার দিকে জেলার নাচোল উপজেলার রাজবাড়ীহাট সড়কে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-ডিএনসি’র পরিদর্শক ইলিয়াস আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে একটি অটোরিক্সায় ওই নারীর ব্যাগ তল্লাশি করে ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে আটক করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।