এক বোয়ালের দাম ২৩ হাজার টাকা

এক বোয়ালের দাম ২৩ হাজার টাকা

ছবিঃ সংগৃহীত।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ১০ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মাছটি কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার ২৩ হাজার ৯২০ টাকা বিক্রি করা হয়েছে। বুধবার সকালে উপজেলার উজানচর ইউনিয়নের মজলিশপুর এলাকায় আইজল প্রমাণিকের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবসায়ী শাজাহান শেখ উন্মুক্ত নিলামে ২ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ২২ হাজার ৮৮০ টাকায় মাছটি ক্রয় করেন।

ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, আমি উন্মুক্ত দরে ২২ হাজার ৮৮০ মাছটি ক্রয় করেছি। পূর্বের চাহিদা মোতাবেক কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার এক ব্যক্তির কাছে ২ হাজার ৩০০ টাকা দরে ২৩ হাজার ৯২০ টাকায় বিক্রি করেছি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে বোয়াল মাছ সম্পর্কে জেনেছি। পদ্মায় বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। পদ্মার মাছ খুব সুস্বাদু হওয়ার কারণে দাম বেশি।