সিরাজগঞ্জের দুই উপজেলায় চেয়ারম্যান মতিন ও শুভন

সিরাজগঞ্জের দুই উপজেলায় চেয়ারম্যান মতিন ও শুভন

ফাইল ছবি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে সিরাজগঞ্জের কামারখন্দ ও রায়গঞ্জ উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে কামারখন্দ উপজেলায় বিজয়ী হয়েছেন- কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন চৌধুরী। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ২৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ১৭৮ ভোট।

রায়গঞ্জ উপজেলায় বিজয়ী হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম হোসেন শুভন সরকার। তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৭০ হাজার ৮৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার ইমন। তিনি দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৮০৫ ভোট।
 
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হুসাইন রাতে প্রাথমিক ভাবে এই দুই উপজেলার বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।