সিলেটে ৫০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

সিলেটে ৫০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

ছবিঃ সংগৃহীত।

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ। ডিবি অফিস জানায়, বুধবার সন্ধ্যা ৭ টার দিকে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুন -এর নেতৃত্বে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-২ গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতয়ালী মডেল থানাধীন সওদাগরটুলাস্থ রিংকু সাইকেল সপ নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ওই ইয়াবা বিক্রেতাকে আটক করে। তার নাম আবেদ আহমদ (৩২)।

সে কুমিল্লার মনোহরগঞ্জের রশিদপুরের সাবু মিয়া ছেলে। বর্তমানে সিলেট নগরীর সওদাগরটলার ৩৩/১ নম্বর বাসায় বসবাস করে।

গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সিটিএসবি, মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় আটক আসামীকে সিলেট কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা রুজু করেছে।