টাইগারদের কাছে এমন হারের পর যা বললেন লঙ্কান অধিনায়ক

টাইগারদের কাছে এমন হারের পর যা বললেন লঙ্কান অধিনায়ক

ছবি:সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ টার্গেট কঠিন স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে টাইগাররা জয়ের দেখা পায়নি। দু’দলের সর্বশেষ সিরিজও ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। 

লঙ্কানদের বিপক্ষে আজ টাইগারদের দরকার ১২ বলে ১১ রান। হাতে ২ উইকেট। এমন পরিস্থিতিতে জয়ের স্বপ্ন দেখছিল শ্রীলঙ্কাও। তবে, মাহমুদুল্লাহ রিয়াদের দায়িত্বশীল ব্যাটিংয়ে লঙ্কানদের সেই স্বপ্ন নিমিষেই ভেঙে যায়। দক্ষিণ আফ্রিকার পর এবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও হারের মুখ দেখল ২০১৪ আসরের চ্যাম্পিয়নরা। দলের এমন হার মেনে নিতে পারছেন না অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।

আজ শনিবার (৮ জুন) ম্যাচ শেষে হাসারাঙ্গা বলেন, ‘আমাদের ব্যাটাররা প্রথম ৮-১০ ওভারে দারুন ব্যাটিং করেছে। এরপর মিডল ওভারে আমি মনে করি, আমরা খুবই বাজে ব্যাটিং করেছি। আমরা জানি আমাদের বোলিং আক্রমণ শক্তিশালী। এটা জানতাম যদি ব্যাটাররা ১৫০-১৬০ রান করতে পারত, তাহলে জয় পাওয়া কঠিন হতো না।’

তিনি আরও যোগ করেন, ‘শেষ দুই ম্যাচে আমাদের ব্যাটাররা ভালো করতে পারেনি। এটা কঠিন। প্রথম দুই ম্যাচেই আমরা হারলাম। আমরা আমাদের সেরা চার বোলারকে দিয়েই বোলিং করিয়েছি। তারা নিজেদের কাজটা ভালোভাবে করেছে, তবে বাকি চার ওভার অলরাউন্ডারদের দিয়ে করাতে হয়েছে। এখানে কিছুটা সমস্যা হয়েছে।’