কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রতিকী ছবি

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী আন্তঃনগর কক্সবাজার এক্সেেপ্রস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধের দু’টি পা ও দু’টি হাত শরীল থেকে আলাদা হয়ে যায়। এছাড়াও মাথা ও ঘাড় কেটে যায়।

রেললাইন মেরামতকারি ইউসুফ মিয়া মজুমদার বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খবর পান ৭০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধে ট্রেনে কাটা পড়ে মারা গেছে। তার দুটি হাত ও পা কেটে গেছে। ওই ব্যক্তির কাছ থেকে পরিচয়পত্র না পাওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি।

নাঙ্গলকোট রেল স্টশন মাস্টার মো. জামাল হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিষয়টি রেলওয়ে ওসিকে জানানো হয়েছে।

লাকসাম জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ উল্লা বাহার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।