পশুর হাট গুলোতে বেড়েছে মলম পার্টির আনাগোনা আটক ৬

পশুর হাট গুলোতে বেড়েছে মলম পার্টির আনাগোনা আটক ৬

প্রতিকী ছবি

চুয়াডাঙ্গার পশুরহাটগুলোতে সক্রিয় হয়ে ওঠা আন্তঃজেলা মলম পার্টির ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত প্রেসবিফিংয়ে পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান এ তথ্য দেন।

গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের কাশেম মাঝির ছেলে বাচ্চু মাঝি, চুয়াডাঙ্গা সদর উপজেলার মৃগমারী গ্রামের নওশাদ মন্ডলের ছেলে আবদুর রাজ্জাক, একই উপজেলার বোয়ালমারী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সুখচান, জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ইবরাহিম, দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের রইচ উদ্দিনের ছেলে সালামত আলী ও একই উপজেলার দুধপাতিলা গ্রামের গোলাপ মন্ডলের ছেলে হাশেম আলী।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান জানান, ‘গ্রেফতারকৃতদের কাছ থেকে চেতনানাশক ওষুধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। সাধারণ মানুষের ঈদ উদযাপনকে উৎসব মুখর করতে কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষ যাতে অজ্ঞান পার্টি, মলম পার্টি বা প্রতারক শ্রেণির অপরাধীদের দ্বারা সর্বস্বান্ত না হয়। ’