শিবচরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

শিবচরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ফাইল ছবি

মাদারীপুরের শিবচরের সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (০৮ জিন) দিবাগত রাতে ভাঙ্গা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে মাদারীপুর জেলা শিবচর উপজেলা আড়িয়াল খাঁ ব্রিজের পূর্ব পাশের ভাঙ্গা-মাওয়া হাইওয়ের উপর ভাঙ্গামুখী লেনে একটি ট্রাক দাঁড়িয়ে থাকা একটি পিকআপকে পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার মো. উজ্জ্বল (৩৫) ও হেলপার মো. রায়হান (২১) গুরতর জখম হয়। পরে শিবচর উপজেলা ফায়ার সার্ভিস টিম তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে পুলিশের ওসি শাকিল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।