ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

সংগৃহীত ছবি

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই রোমাঞ্চ। দুই দলের ক্রিকেটার, সমর্থকসহ পুরো বিশ্বের ক্রিকেট অঙ্গনেই ম্যাচটিকে ঘিরে আগ্রহ থাকে।

রবিবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

তবে বৃষ্টির কারণে টস হতে আধ ঘণ্টা বিলম্ব হয়। এজন্য আধ ঘণ্টা দেরিতে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচ।

তবে শেষ অবধি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে বিপদেই পড়তে হবে পাকিস্তানকে। কারণ বিশ্বকাপের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেছে তারা। এ ম্যাচে জয় না পেলে বা পয়েন্ট ভাগাভাগি হলে জটিল হয়ে যাবে তাদের সুপার এইটের সমীকরণ। অবশ্য প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতে স্বস্তিতেই আছে ভারত