জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে একজন নিহত

জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে একজন নিহত

প্রতীকী ছবি

কুড়িগ্রামের উলিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের নাম মক্তব আলী (৪৭)। তিনি উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের মনছর আলীর ছেলে। 
রবিবার দুপুরের দিকে ব্রহ্মপুত্র নদ বেষ্টিত বেগমগঞ্জ ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, ব্যাপারীপাড়া গ্রামের মনছর আলীর ছেলে মক্তব আলীর সঙ্গে একই গ্রামের  খয়বর আলী গংদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই মধ্যে ব্রহ্মপুত্র নদের ভাঙনে নিহত মক্তব আলীর ভিটেমাটি নদীগর্ভে চলে গেলে তিনি রবিবার দুপুরের আগে ব্যাপারীপাড়া নতুন চরে বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে যান। এ সময় খয়বর আলীর ছেলে শফিকুল ইসলাম ও তার অন্যান্য সহযোগীরা অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে মক্তব আলীর ওপর হামলা করলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।

এ ব্যাপারে উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। তবে তাদের দীর্ঘ ১৭ বছর ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলছিল। নিহতরা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বলে জেনেছি। এ ব্যাপারে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।