নেত্রকোনায় হেরোইনসহ গ্রেপ্তার ২

নেত্রকোনায় হেরোইনসহ গ্রেপ্তার ২

ছবিঃ সংগৃহীত।

নেত্রকোনার বারহাট্রা উপজেলার আসমা ইউনিয়নের আসমা বাজারস্থ নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীসহ পৃথক অভিযানে আরো ৩ আসামীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বারহাট্রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় বারহাট্রা থানার এস.আই আবু সায়েম মো. আব্দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ আসমা বাজারে শনিবার সন্ধ্যায় অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। 

এলাকাবাসীর সহায়তায় তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশীকালে উভয়ের প্যান্টের পকেটে হেরোইন পাওয়া গেলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে, পাশ্ববর্তী মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া গ্রামের মো. আমিনুল ইসলাম ওরফে বাবু (২৮) ও একই গ্রামের মো. রাজু খান পাঠান (৩০)। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। একইদিন পৃথক অভিযানে আরো ৩ আসামীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের রোববার আদালতে প্রেরন করা হয়েছে।