চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ছবিঃ সংগৃহীত।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিজ বাড়িতে বিদ্যুতায়িত হয়ে মো. ঈদুল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুন) বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. ঈদুল ওই গ্রামের রবিউল ইসলাম রবুর ছেলে। 

স্থানীয়রা বলেন, নিজ বাড়ির বসতঘরে পল্লীবিদ্যুতের একটি বৈদ্যুতিক তার গিয়ে টিনের চালের সঙ্গে লেগে যায়। ওই টিনের চালের সঙ্গে হাত লাগলে মো. ঈদুল গুরুতর আহত হন। পরিবারের লোকজন আহত মো. ঈদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শিবগঞ্জ পল্লীবিদ্যুত জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ফখর উদ্দিন জানান, বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।