কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

প্রতিকী ছবি

কুমিল্লার দেবিদ্বারে নির্মাণাধীন বাড়ির ছাদে রড তোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। সোমবার দেবিদ্বার পৌর এলাকার আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত রাজমিস্ত্রির নাম মনির হোসেন(২৩) মুরাদনগর উপজেলার সোনারামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় শাকিল ও সাগর নামে আরো দুই নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।

রাজমিস্ত্রি মনিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রেবেকা সুলতানা।

আবাসিক এলাকার স্থানীয় বাসিন্দা কালাম ও জুবায়ের জানান, মনির ও তার দুই সহযোগী নির্মাণাধীন পাঁচতলা বিল্ডিংয়ের ছাদের রড তোলার কাজ করছিলেন। এসময় বিল্ডিংয়ের সাথে থাকা পল্লী বিদ্যুতের একটি বৈদ্যুতিক লাইনের সাথে রড সংযোগ হয়ে এই ঘটনা ঘটেছে। 

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ নয়ন মিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাইনি।