এক সপ্তাহ পর মোদিকে শাহবাজের শুভেচ্ছা

এক সপ্তাহ পর মোদিকে শাহবাজের শুভেচ্ছা

ছবি:সংগৃহীত

ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার প্রায় এক সপ্তাহ পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রী হওয়ার পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মোদিকে শুভেচ্ছাবার্তা পাঠানো হয়েছিল। কিন্তু মুখে কুলুপ এঁটে ছিল প্রতিবেশি দেশ পাকিস্তান।

রবিবার (৯ জুন) নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করার পর, সোমবার (১০ জুন) তাঁকে শুভেচ্ছা জানায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সোমবার (১০ জুন) দুপুরে এক্স হ্যান্ডেলে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ লেখেন, ‘ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন।’

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসেই প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ নিজেও। তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি। এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা ছিল, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য শাহবাজ শরিফকে অনেক অভিনন্দন। দুদিন কেটে যাওয়ার পর সেই বার্তার জবাব দিয়েছিলেন শাহবাজ।