জনপ্রিয় অভিনেত্রীকে গুলি করে হত্যা

জনপ্রিয় অভিনেত্রীকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী খুশবু খান আর নেই। আততায়ীর গুলিতে নিহত হয়েছেন তিনি। এ ঘটনায় পলাতক দুই ব্যক্তিকে খুঁজছে দেশটির পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সোমবার সন্ধ্যা নাগাদ নওশেরা এলাকার এক মাঠে গুলিবিদ্ধ অবস্থায় অভিনেত্রীর দেহ পুলিশ উদ্ধার করেছে। জানা গেছে, দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি আচমকা এসে অভিনেত্রীকে গুলি করেন। এই দুই ব্যক্তিই পলাতক। 

তবে পুলিশের হাতে এসেছে তাদের পরিচয়। জানা গেছে, তাদের নাম শওকত এবং ফলক নিয়াজ। অভিনেত্রীর ভাই-ই এই দুই ব্যক্তির নামে পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

খুশবুর ভাই জানিয়েছেন, অভিযুক্ত এই দুই ব্যক্তির সঙ্গে এক ইভেন্টে যাওয়া নিয়ে বহুদিন ধরেই ঝগড়া চলছিল খুশবুর। তার ফলেই এ পরিণতি। এদিকে অভিনেত্রীর হত্যার ঘটনায় নড়ে উঠেছে দেশটির প্রশাসন। তদন্তে নেমেছে দেশটির পুলিশ। শহরজুড়ে আঁতিপাঁতি করে খোঁজা হচ্ছে ওই দুই ব্যক্তিকে। পুলিশ আশাবাদী শিগগিরই শাকিল ও নিয়াজের সন্ধান পাবে তারা। একাধারে মঞ্চ, নাটক সিনেমায় অভিনয় করতেন খুশবু। তবে তাকে জনপ্রিয়তা এনে দেয় নাটক।