এইচটিসি আনছে নতুন ফোন

এইচটিসি আনছে নতুন ফোন

ছবি: সংগৃহীত

তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি আগামী সপ্তাহে ইউ সিরিজের একটি নতুন স্মার্টফোন আনছে। যার মডেল হতে পারে এইচটিসি ইউ২৪ কিংবা ইউ২৪ প্রো। এই ডিভাইসটি এইচটিসি ইউ ২৩ সিরিজের নতুন ফোন। যা গত বছরে বাজারে এসেছিল। এইচটিসির নতুন ফোনে প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ ব্যবহার করা হতে পারে।

এইচটিসি একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছে যে, তারা ১২ জুন তাইওয়ানে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে। তাদের শেয়ার করা পোস্টারে এক পাশে দেখানো হয়েছে স্মার্টফোনটিকে এবং এর সঙ্গে লেখা আছে 'শিগগিরই আসছে'। এই পোস্টটি নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। এমনকি এই নতুন ফোনটি নিয়ে ইউটিউবারদের মধ্যেও বিশেষ আগ্রহ দেখা গিয়েছে।

তবে কোম্পানির শেয়ার করা পোস্টে কোন স্মার্টফোন আসবে সে বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। এটি এইচটিসি ইউ২৪ বা ইউ ২৪ প্রো হতে পারে। এই স্মার্টফোনগুলোতে ফুল এইচডি প্লাস ওলিড ডিসপ্লে দেওয়া হতে পারে।