পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যা, ৩ যুবকের কারাদণ্ড

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যা, ৩ যুবকের কারাদণ্ড

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে ৯ বছরে শিশু সাগর বর্মনকে হত্যার ঘটনায় তিন যুবককে ৩ বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কিশোরগঞ্জের তাড়াইল দড়িজাহাঙ্গীরপুর এলাকার রিটনের ছেলে রাকিব (২০), করিমগঞ্জের গুজাইদা লামাপাড়া এলাকার হক মিয়ার ছেলে মো. আকাশ (২০) ও নরসিংদীর কাজীকান্দী এলাকার আবদুল হান্নানের ছেলে মো. সোহেল (২১)।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. আবদুর রশিদ বলেন, রূপগঞ্জ থানার করা এক শিশু হত্যা মামলায় আদালত তিনজনকে সাড়ে তিন বছরের আটকাদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময়ে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রকিবুদ্দিন আহমেদ রকিব বলেন, ২০১৬ সালের ২৪ জুলাই রূপগঞ্জের যাত্রামুড়া জবেদা টেক্সটাইলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে নেত্রকোনার খালিয়াজুড়ি রাজিবপুর গ্রামের রতন বর্মণের ছেলে সাগর বর্মণকে হত্যা করে। নিহত শিশু সাগর ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতো।

তিনি আরও বলেন, সাগরকে প্রায় সময়ই শিশু আসামিরা গালিগালাজ করতেন। বিভিন্ন সময় এর প্রতিবাদ করতো সাগর। এতেই ক্ষিপ্ত হয়ে সাগরের পায়ুপথে বাতাস ঢুকিয়ে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় নিহত শিশুর বাবা রতন বর্মণ মামলা করেন। সেই মামলায় বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন।