নিখোঁজের ৩১ ঘণ্টা পর জেলের মরদেহ উদ্ধার

নিখোঁজের ৩১ ঘণ্টা পর জেলের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ জেলের মরদেহ ৩১ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার সকাল ৯টার দিকে মিঠামইনে নির্মাণাধীন রাষ্ট্রপতি আবদুল হামিদ সেনানিবাসের সামনের হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি।

মৃত জেলে মোকাররম হোসেন (২৫) কিশোরগঞ্জের মিঠামইন সদর ইউনিয়নের কামালপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল ৯টার দিকে নিষিদ্ধ চায়না দুয়ারি বা ম্যাজিকজাল নিয়ে হাওরে মাছ ধরতে যান মোকাররম। পানিতে ম্যাজিক জাল পাতার জন্য ডুব দিয়ে আর ভেসে ওঠেননি তিনি। দীর্ঘসময় পানি থেকে মোকাররম না ওঠায় অন্য জেলেরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। স্বজন ও জেলেরা তাকে পানিতে না পেয়ে মিঠামইন ফায়ার সার্ভিসে খবর দেন। গতকাল বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ডুবুরি দল এসে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। রাতের বিরতি শেষে আজ সকাল সাড়ে ৯টায় পুনরায় উদ্ধার অভিযান শুরু করে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।