কুড়িগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ২৫

কুড়িগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ২৫

প্রতীকী ছবি

কুড়িগ্রাম জেলা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় বিভিন্ন থানা থেকে বিভিন্ন অপরাধের আসামি ২৫ জনকে গ্রেফতার করেছেন জেলা পুলিশ।

তম্মধ্যে ফুলবাড়ী ও নাগেশ্বরীতে ওয়ারেন্ট মূলে ২ জন, সিআর ওয়ারেন্ট মূলে উলিপুর,রাজারহাট ও কচাকাটায় ৩ জন, সদরে  সিআর ওয়ারেন্ট মূলে ২ জন, নিয়মিত মামলায় ফুলবাড়ী ও রৌমারীতে ৬ জন, পূর্বের মামলায় উলিপুর, ভূরুঙ্গামারী ও রৌমারীতে ৯ জন , ১৫১ ধারায় সদর উপজেলায় ১ জন ও ৩৪ ধারায় সদরে ২ জনসহ মোট ২৫ জন আসামী গ্রেফতার করা হয়। পরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো:রুহুল আমীন গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।