সিলিন্ডারের গ্যাসে নিহত ১, অসুস্থ-১৮

সিলিন্ডারের গ্যাসে নিহত ১, অসুস্থ-১৮

ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবরে একটি ভাঙ্গারী দোকানে গ্যাসের বোতল কাটার সময় বিষাক্ত গ্যাসে কবির হোসেন (২৫) নামে জনৈক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। 

মঙ্গলবার (১১ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের এডিসি মৃত্যুঞ্জয় দে সজল। তিনি ঢাকা মেইলকে বলেন, এ ঘটনায় কালু নামে এক ভাঙ্গারীর দোকানীকে গ্রেফতার করা হয়েছে। তিনি সেই সিলিন্ডারটি ভাঙ্গারী হিসেবে কিনেছিলেন। 

আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব রহমান বলেন, আমরা কালুকে গ্রেফতার করেছি। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি মামলা করেছিল। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

অসুস্থ ব্যক্তিরা হলেন, ইমরান শেখ (৪০), মহিউদ্দিন (৩৫), রুহুল আমিন (২৫), রাকিব (২৮), ওয়াদুদ (৬০), মন্নান (৫৫), সিরাজ (৬০), জাহিদ (২৫), রাহিম (২২), মেহেদী (২২) ও রকি (২৪)। বাকিদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, বেড়িবাঁধের ওপর কালুর ভাঙ্গারী দোকানে সিলিন্ডারটি কাটার সময় গ্যাস ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের বাসায় ঘুমিয়ে থাকা বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। বর্তমানে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ শফিউর রহমান জানান, গ্যাসে অসুস্থ হয়ে পড়েছেন— এমন অন্তত ৯ জন সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিয়ে চলে গেছেন। পাঁচজন এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ধারণা করা হচ্ছে— কার্বন মনোক্সাইড গ্যাসের বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়েছেন।