খালে ভেসে যাওয়া নানি-নাতির মরদেহ উদ্ধার

খালে ভেসে যাওয়া নানি-নাতির মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় খালের পানির স্রোতে ভেসে যাওয়া নানি-নাতির মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।মঙ্গলবার (১১ জুন) উপজেলার পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, সোমবার দুপুরে উপজেলার রাজানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিয়ালবুক গ্রামের খালে পানির স্রোতে তারা ভেসে যায়।

উদ্ধার হওয়া নানি ও শিশু হলেন রোকেয়া বেগম (৫০) ও মোহাম্মদ ইসমাইল (৮)। রোকেয়া বেগম শিয়ালবুক্কা গ্রামের আবদুল জলিলের স্ত্রী। অন্যদিকে তার নাতি পার্বত্য এলাকার মাইনী বাড়ি হলেও থাকেন নানার বাড়িতে। তার বাবার নাম মোহাম্মদ হোসেন।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাঙ্গুনিয়া উপজেলার ইছামতী নদীর পারুয়া সৈয়দনগর থেকে নানি রোকেয়া বেগমের মৃতদেহ সন্ধ্যায় উদ্ধার করা হয়। এর আগে বিকালে দক্ষিণ খন্ডলিয়া পাড়া এলাকার ইছামতী নদী থেকে উদ্ধার করা হয় নাতি ইসমাইল হোসেনের মৃতদেহ। যেখান থেকে নিখোঁজ হয়েছিল তার আড়াই কিলোমিটার দূর থেকে নাতির মরদেহ এবং সাড়ে তিন কিলোমিটার দূর থেকে নানির মরদেহ উদ্ধার করা হয়।