ভোরে মাঠে নামছে ব্রাজিল

ভোরে মাঠে নামছে ব্রাজিল

ছবি: সংগৃহীত

কোপা আমেরিকার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। যেখানে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৩ জুন) ফ্লোরিডায় বাংলাদেশ সময় ভোর ৫টায় ম্যাচটি শুরু হবে। কোপার আগে এটি দু’দলের শেষ ম্যাচ।

এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে চলছে চার-ছক্কার টুর্নামেন্ট টি-২০ বিশ্বকাপ। দেশটির ক্রীড়াপ্রেমীরা এখন ক্রিকেট উন্মাদনায় মত্ত। এর মধ্যে ব্রাজিল-যুক্তরাষ্ট্রের ফুটবল ম্যাচটি তাদের জন্য বিশেষ কিছু। যেখানে ভিন্ন দুই স্মৃতি নিয়ে বৃহস্পতিবার মাঠে নামবে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র।

ব্রাজিল সবশেষ গত রোববার ৩-২ গোলে মেক্সিকো হারিয়েছে। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে দলের হয়ে জয়সূচক গোলটি করেন বিস্ময় বালক এন্ড্রিক। অন্যদিকে কলম্বিয়ার কাছে ৫-১ গোলে হারের তিক্ত স্মৃতি নিয়ে মাঠে নামবে যুক্তরাষ্ট্র।

সাম্প্রতিক পারফরম্যান্স যুক্তরাষ্ট্রের জন্য স্বস্তিদায়ক নয়। আবার ব্রাজিলের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ের ফলও যথেষ্ঠ অস্বস্তিদায়ক। ব্রাজিলের বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচের একটিতেও জয় পায়নি তারা। দু’দল সবশেষ মুখোমুখি হয়েছিল ২০১৮-তে। যেখানে ব্রাজিল ২-০ গোলে জয় পায়।

কোপা আমেরিকায় ব্রাজিল ‘ডি’ গ্রুপ থেকে লড়বে। তাদের সঙ্গী হিসেবে রয়েছে কলাম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা। ২৪ জুন কোস্টারিকার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।

অন্যদিকে স্বাগতিক যুক্তরাষ্ট্র খেলছে ‘সি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে উরুগুয়ে, পানামা, বলিভিয়া। যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ ২৩ জুন। প্রতিপক্ষ বলিভিয়া।