১৯ জুন থেকে নতুন সময়সূচিতে চেক নিষ্পত্তি

১৯ জুন থেকে নতুন সময়সূচিতে চেক নিষ্পত্তি

ফাইল ছবি

ঈদের পর তথা ১৯ জুন থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকে লেনদেন ও অফিস কার্যক্রম শুরু হবে। ওই দিন থেকে ক্লিয়ারিং হাউজে লেনদেনও নতুন সময়সূচিতে চলবে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে গতকাল বুধবার এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস), স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর (বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ-বিএসিএইচ বা ব্যাচ) এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন)- এ তিন প্ল্যাটফর্মের কার্যক্রম নতুন সময়সূচি অনুযায়ী চলবে। এসব সেবার মাধ্যমে এক শাখা থেকে অন্য শাখায় বা অন্য ব্যাংকের গ্রাহককে অর্থ পরিশোধ ও স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করে থাকে।

বিএসিএইচের মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) এবং রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থা নিষ্পত্তি করা হয়। হাই ভ্যালুর চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা ১২টার মধ্যে পাঠাতে হবে। এগুলো বিকাল ৩টার মধ্যে নিষ্পত্তি হবে। আর যে কোনো রেগুলার ভ্যালুর চেক বেলা সাড়ে ১২ টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক বিকাল ৫টার মধ্যে নিষ্পত্তি হ‌বে।

আরটিজিএসের লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল সোয়া ৫টা পর্যন্ত। তবে, গ্রাহক লেনদেন করতে পারবেন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, কাস্টমস ডিউটি ই-পেমেন্ট ৫টা পর্যন্ত এবং আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন লেনদেন আরটিজিএসের মাধ্যমে বিকাল সোয়া ৫টা পর্যন্ত পরিশোধ করা যাবে।