ঢাকা-চট্টগ্রাম-বরিশাল মহানগর বিএনপি ও যুবদলের কমিটি বিলুপ্ত

ঢাকা-চট্টগ্রাম-বরিশাল মহানগর বিএনপি ও যুবদলের কমিটি বিলুপ্ত

ফাইল ছবি

একযোগে বিএনপির তিন মহানগর ও যুবদলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ জুন) মধ্যরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভেঙে দেওয়া কমিটি হলো— বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে

এছাড়া চট্টগ্রাম মহানগর ও বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

অন্যদিকে সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

রিজভী জানান, উল্লিখিত বিলুপ্তকৃত কমিটিগুলোর নতুন কমিটি পরবর্তীতে ঘোষণা করা হবে।