হজ পালন করতে সৌদিতে মিশরের প্রেসিডেন্ট

হজ পালন করতে সৌদিতে মিশরের প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালত করতে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। শুক্রবার (১৪ জুন) দেশটির জেদ্দা শহরে পৌঁছান তিনি। খবর আরব নিউজের। অবশ্য গতকাল বৃহস্পতিবার (১৩ জুন) সৌদি আরবে যান আল-সিসি। এরপর তিনি মদিনার মসজিদে নববীতে নামাজ আদায় করেন।

ইহরাম পরা মিসরের প্রেসিডেন্টকে শুক্রবার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান মদিনার গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আবদুল আজিজ।

এদিকে শুক্রবার পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। হজ পালন করতে ধর্মপ্রাণ মুসলমানরা ইতোমধ্যে সৌদি আরবের মিনায় পৌঁছে গেছেন। গতকাল বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যার পর থেকে রাতভর কেউ হেঁটে, কেউ বাহনে চড়ে সেখানে জড়ো হয়েছেন। ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক’ ধ্বনিতে আজ মুখরিত হবে তাঁবুর শহরখ্যাত মিনার প্রান্তর।

আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ৮ তারিখ থেকে শুরু হয় হজ। এরপর ৯ জিলহজে হয় আরাফাতের দিন। আর ১০ জিলহজে পশু কুরবানি করেন হাজিরা। আরবি হিজরি সন ১৪৪৫ এর জিলহজ মাসের ৮ তারিখ (সৌদি আরবের তারিখ অনুযায়ী) আজ। ১০ জিলহজ কুরবানি শেষে আরও দুইদিন থাকে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা। অর্থাৎ হজ সম্পন্ন করতে সবমিলিয়ে সময় লাগে পাঁচদিন।

সারা বিশ্বের প্রায় ২০ লাখ মুসল্লি এবার হজে অংশ নিয়েছেন। বাংলাদেশ থেকে হজে গেছেন ৮২ হাজার ৭৭২ জন।