সাভারে ট্রাকচাপায় যুবক নিহত

সাভারে ট্রাকচাপায় যুবক নিহত

প্রতিকী ছবি

সাভারের গেন্ডা এলাকায় বালু ভর্তি ট্রাকের চাপায় হারুন-অর-রশিদ (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৪ জুন) সাভারের গেন্ডা এলাকায় সড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। 

নিহত হারুন-অর-রশিদ বগুড়া জেলার ধনুট থানার আটিয়ামারি গ্রামের বাসিন্দা। তবে তার বিস্তারিত পাওয়া যায়নি। 

পুলিশ জানায়, সাভারের গেন্ডা এলাকায় সড়ক পারাপারের সময় বালু ভর্তি একটি ট্রাক হারুনকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আইয়ুব আলী বলেন, খবর পেয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।