চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রাসেল (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ জুন) সকাল ১০টার দিকে মিরসরাই পৌরবাজারে জমজম সুইটসে্র শো রুমে এ দুর্ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে রাসেল সেখানে কর্মরত ছিলেন। 

নিহত রাশেল উপজেলার মিরসরাই সদরেরর মধ্যম আমবাড়িয়া এলাকার মো. বেলাল মিয়ার ছেলে। পৌর বাজারের ব্যবসায়ী লিটন গণমাধ্যমকে জানান, রাশেল খুব পরিশ্রমী ছিলেন। প্রতিদিন সকালে এসে দোকান খুলতেন। খুব অসহায় পরিবারের সন্তান। তার বাবা অটোরিকশা চালান। রাসেল এ বয়সেই পরিবারের হাল ধরেছিলেন। প্রতিদিনের মত দোকান খুলে পরিষ্কারের সময় হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি নিহত হন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মাহমুদা আকতার জানান, শনিবার দুপুরে রাসেল নামে এক যুবককে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। পরে মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে।