কোরবানির শতভাগ বর্জ্য অপসারণের কথা জানালো ডিএসসিসি

কোরবানির শতভাগ বর্জ্য অপসারণের কথা জানালো ডিএসসিসি

সংগৃহীত

উত্তরের পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। সবশেষ সোমবার (১৭ জুন) দিবাগত রাত সোয়া ১২টায় ৬২ নম্বর ওয়ার্ডের বর্জ্য অপসারণের মধ্য দিয়ে কোরবানি দেওয়া সকল পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়।

দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।

এছাড়া রাত ১২টা পর্যন্ত হালনাগাদ তথ্যানুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১টি স্থায়ী-অস্থায়ী কোরবানির পশুর হাটের মধ্যে ৬টি হাট থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

এর আগে, সোমবার রাত আটটার দিকে উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে কোরবানির শতভাগ বর্জ্য অপসারণের কথা জানানো হয়।