টেকনাফে নিজের ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের

টেকনাফে নিজের ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকায় মায়ের কাছ থেকে ঈদের টাকা চেয়ে না পেয়ে অভিমান করে নিজের ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সোমবার দুপুরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ড খারাংখালী মহেশখালীয়া পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, হোয়াইক্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ড পশ্চিম মহেশখালীয়া পাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে মো. আকিব উল্লাহ(১৬) তার মায়ের কাছ থেকে ঈদ খরচের জন্য ৫ হাজার টাকা দাবি করে। মা এলম বাহার তাকে ১ হাজার টাকা দিয়ে বাকি টাকা দিতে অপারগতা প্রকাশ করে। এতে করে মায়ের সাথে অভিমান করে আকিব উল্লাহ বাড়ির পাশে গিয়ে ছুরি দিয়ে নিজের তলপেটে পরপর দুইটি আঘাত করে মাটিতে লুঠিয়ে পড়ে। পরে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। তাকে পালংখালী গয়ালমারা এমএসএফ হাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি মো. শাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।