ভারতে বন্ধ হলো বার্সেলেনা একাডেমি

ভারতে বন্ধ হলো বার্সেলেনা একাডেমি

ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগার বিখ্যাত ক্লাব বার্সেলোনা। ক্লাবটি থেকে এখন পর্যন্ত অসংখ্য তারকা ফুটবলার আত্মপ্রকাশ করেছে। এজন্য লা মাসিয়ার ক্লাবটির খ্যাতি রয়েছে জগৎজুড়েই।

বিশ্বের প্রায় ৪০টি দেশে বার্সেলোনার একাডেমি রয়েছে। যেখানে প্রায় ৪০ হাজারেরও বেশি তরুণ ফুটবলার প্রশিক্ষণ নেয়। বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতেও বার্সেলোনার ৪টি একাডেমি ছিল। কিন্তু সেগুলোকে বন্ধ ঘোষণা করলো বার্সেলোনা কর্তৃপক্ষ। 

এর কারণ হিসেবে অনেকেই বলছেন, প্রতিভা খুঁজে না পাওয়াতেই এই একাডেমিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

বার্সেলোনা এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ‘যারা এতদিন বার্সেলোনার ভারতের এই প্রকল্পের সঙ্গে জড়িত ছিলেন; কোচ, খেলোয়াড়, স্থানীয় স্টাফ এবং ফুটবলের সঙ্গে সম্পৃক্ত সবাইকে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ ধন্যবাদ জানাচ্ছে।’

ভারতের দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালুরু ও পুনেতে ২০১০ সালে স্থাপন করা হয় বার্সেলোনার একাডেমিগুলো। দীর্ঘ ১৪ বছর পর সেগুলোকে বন্ধ করে দেওয়া হলো। 

আগামী ১লা জুলাই থেকে সেগুলোতে আর খেলবে না কোনো তরুণ।

এর আগে অনেক ছেলে ও মেয়েরা এখানে ফুটবল নিয়ে তালিম নিয়েছে। ২০১৯ ও ২০২০ সালে বিএএপিএসিতে অংশ নিয়েছিল তারা। তাছাড়া ১১টি বার্সা একাডেমি বিশ্বকাপেও অংশ নেয় এখানকার একাডেমিগুলো।