বিশ্বকাপের টানা সূচি নিয়ে অসন্তুষ্ট রোহিত

বিশ্বকাপের টানা সূচি নিয়ে অসন্তুষ্ট রোহিত

ছবি: সংগৃহীত

দেখতে দেখতে শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব। ২০ দলের আসর থেকে বিদায় নিয়েছে ১২ দল। লড়াই এবার সুপার এইটে। চার গ্রুপের সেরা দুটি করে দল উঠেছে বিশ্বকাপের পরের পর্বে। এই আট দল নিয়ে আগামীকাল ১৯ জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের সুপার এইটের পর্ব। এবার সুপার এইটের ম্যাচগুলো নিয়ে দেখা দিলো বিতর্ক। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

সুপার এইটে পাঁচ দিনের মধ্যে তিনটি ম্যাচ খেলতে হবে সাবেক চ্যাম্পিয়নদের। ২০ জুন ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে ২২ জুন মুখোমুখি হবেন রোহিতরা। এরপর অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের ম্যাচ ২৪ জুন। এ নিয়ে ভারত অধিনায়ক বলেছেন, ‘প্রথম ম্যাচের পর তিন-চার দিনের মধ্যে আমাদের আরও দুটি ম্যাচ খেলতে হবে। সূচিটা অনেক চাপের। এভাবে খেলা কঠিন।’

ক্ষোভ প্রকাশ করেও চাপ নিতে প্রস্তুত ভারত অধিনায়ক। রোহিত বলেছেন, ‘আমরা এ ধরনের চাপের সঙ্গে অভ্যসতা। যে কোনো চাপ মোকবেলায় আমরা প্রস্তুত। খেলার মাঝে আমাদের অনেক ভ্রমণ করতে হয়। কাজেই এটা আমাদের জন্য কোনো অজুহাত হতে পারে না। সাফল্য পেতে হলে আপনাকে যে কোনো পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে হবে।’

বার্বাডোজে আফগানদের সঙ্গে ম্যাচ ভারতের। এই ম্যাচের আগে রোহিত বলেছেন, ‘আমরা নিজেদের শক্তি এবং দক্ষতার জায়গায় গুরুত্ব দিতে চাই। ওয়েস্ট ইন্ডিজে আমাদের খেলার অভিজ্ঞতা আছে। আমরা জানি কখন কী করা উচিত। সুপার এইটে উঠে আমরা রোমাঞ্চিত। আফগানিস্তান টি-টোয়েন্টিতে অনেক ভালো করছে। তবে আমরা সতর্ক।’

এদিকে সুপার এইটের ম্যাচে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেয়েছে ভারত। চোটে পড়েছেন দলটির অন্যতম সেরা ব্যাটার সূর্যকুমার যাদব। মঙ্গলবার অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন তিনি। ভারতীয়রা আশাবাদী আফগান ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়ে উঠবেন সূর্য।